গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১২, প্রতিবাদে শতাধিক রকেট নিক্ষেপ

ঢাকা টাইমস গাজা প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ০৮:৫০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবার নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়ে এক শিশুসহ ১২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।ফিলিস্তিনিদের পক্ষ থেকে কোনো ধরনের উস্কানিমূলক তৎপরতা ছাড়াই ইসরায়েলি বাহিনী এ হামলা চালায়। এতে অন্তত ৮০ জন আহত হয়েছেন।


‘ইসলামি জিহাদ’ জানিয়েছে, গাজা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত প্যালেস্টাইন টাওয়ারের একাধিক অ্যাপার্টমেন্টে বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে সেখানে থাকা ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের কমান্ডার তাইসির আল জাবারি শহীদ হয়েছেন।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত প্যালেস্টাইন টাওয়ারের একাধিক অ্যাপার্টমেন্টে বিমান হামলা ইসরায়েলি বাহিনী। হামলায় নিহতদের মধ্যে ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের কমান্ডার আল জাবারির পাঁচ বছরের শিশুকন্যাও রয়েছে। আহত আরও ৮০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও