টানা দ্বিতীয় মাসের মতো ডির‌্যামের দাম কমেছে

বণিক বার্তা প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ০৮:৩১

বাজারে অস্থিতিশীলতার জেরে আগস্টেও কমেছে ডির‌্যামের দাম। এ নিয়ে টানা দ্বিতীয় মাসের মতো ডির‌্যামের দাম কমল। ইয়োনহাপ ইনফোম্যাক্সের বরাতে জানা গিয়েছে, আট গিগাবাইটের ডিডিআর৪ ডির‌্যামের দাম স্পট মার্কেটে ২ দশমিক ৯১ ডলারে নেমে এসেছে। গত মাসের ৩ দশমিক ২৭ ডলারের চেয়ে যা ১১ শতাংশ কম।


ডির‌্যাম বা র‌্যানডম অ্যাকসেস মেমোরি হচ্ছে এমন এক পরিবর্তনশীল সেমিকন্ডাক্টর মেমোরি, যেখানে বিদ্যুৎ সংযোগ থাকা অবধি ডাটা সুরক্ষিত থাকে। মূলত পিসি, ওয়ার্কস্টেশন ও সার্ভারে ডির‌্যাম ব্যবহূত হয়।


স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্স বিশ্বের দুই শীর্ষ ডির‌্যাম নির্মাতা কোম্পানি। ডির‌্যাম বাজারে এ দুই দক্ষিণ কোরীয় কোম্পানির বাজার হিস্যা ৭০ শতাংশের বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও