 
                    
                    সাইমন্ডসের নামে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
প্রয়াত ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসের স্মৃতিকে অম্লান করে রাখতে দারুণ এক উদ্যোগ নিয়েছে কুইন্সল্যান্ড কর্তৃপক্ষ। টাউন্সভিলের রিভারওয়ে স্টেডিয়ামের নাম পাল্টে অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তির নামে রাখা হচ্ছে।
গত ১৪ মে মাত্র ৪৬ বছর বয়সে কুইন্সল্যান্ডের টাউন্সভিলে সড়ক দুর্ঘটনায় মারা যান সাইমন্ডস। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে হতবাক হয়ে গিয়েছিল ক্রিকেট বিশ্ব। তবে নিজেদের প্রিয় ক্রিকেটারকে ভুলে যায়নি তাঁর শহরের মানুষ। শ্রদ্ধা জানাতে সাইমন্ডসের নামে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ করছে শহরটির কর্তৃপক্ষ।
নিউজকর্প-এর বরাতে ডেইলি মেইল জানিয়েছে, এই ব্যাপারে গত মাসে বৈঠক হয়। টাউন্সভিল সিটি কাউন্সিল সিদ্ধান্ত নেয় দ্য রিভারওয়ে স্টেডিয়ামের নাম মুছে সাইমন্ডসের নামে রাখার।
নিজ শহর, দেশ ও আন্তর্জাতিক ক্রিকেটে অবদান রাখার জন্য সাইমন্ডসকে এই শ্রদ্ধাজ্ঞাপনের সিদ্ধান্ত নিচ্ছে টাউন্সভিলের সিটি কাউন্সিল।
 
                    
                 
                    
                 
                    
                