কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘কোথাও নারীরা নিরাপদ নয়’

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৫ আগস্ট ২০২২, ১৯:০১

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নেতা ও শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী বলেছেন, ঈগল পরিবহনে রোমহর্ষক ডাকাতি ও গণধর্ষণ সামাজিক নৈরাজ্যের বহিঃপ্রকাশ। পুরুষতান্ত্রিক মনোভাবের কারণে ধর্ষণ ও বর্বর নারী নিপীড়ন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। ঘরে-বাইরে, সড়ক-মহাসড়ক,  গণপরিবহন- কোথাও নারীরা নিরাপদ নয়।’


শুক্রবার (৫ আগস্ট) শ্রমজীবী নারী মৈত্রীর কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এসব কথা বলেন। সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।



তিনি উল্লেখ করেন, দেশে ধর্ষণ ও নারীর ওপর বর্বর নির্যাতন-নিপীড়ন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। কদর্য পুরুষতান্ত্রিক মনোভাব ও দৃষ্টিভঙ্গি ধর্ষণ, যৌন হয়রানি ও নারী নিপীড়ন বাড়িয়ে তুলেছে। এসব অপরাধের তদন্ত, অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারেও সংশ্লিষ্ট বাহিনী ও প্রতিষ্ঠানের রয়েছে সীমাহীন উদাসীনতা।



তিনি সামাজিক এসব অনাচার-অপরাধের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগসহ জনগণের সম্মিলিত প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও