কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অর্থনীতি চাপের মুখে, ব্যবস্থা নিচ্ছি: গভর্নর

প্রথম আলো বাংলাদেশ ব্যাংক প্রকাশিত: ০৫ আগস্ট ২০২২, ১২:১৬

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার নিজেও মনে করেন দেশের অর্থনীতি চাপের মুখে আছে। তাঁর মতে, ডলারের মূল্যবৃদ্ধি, আমদানি বেশি হওয়া, রপ্তানি কম হওয়া, মূল্যস্ফীতির উচ্চ প্রবণতা—এগুলো হচ্ছে চাপের অন্যতম কারণ। তবে জুলাই মাসে প্রবাসী আয় ও রপ্তানি আয় ভালো হওয়ায় এবং বিশ্ববাজারে পণ্যমূল্য কমে আসতে থাকায় আগামী দুই থেকে তিন মাসের মধ্যে অর্থনীতিকে ইতিবাচক প্রবণতায় দেখা যাবে বলে আশাবাদী গভর্নর।


পাশাপাশি দেশের ব্যাংক খাতের গভীরতা কম বলেও মন্তব্য করেন গভর্নর। বলেন, গভীরতা কম থাকার কারণেই ব্যাংক খাতে টাকার সরবরাহ কম। টাকার সরবরাহ কম থাকার কারণে মাঝেমধে৵ তারল্যসংকট দেখা দেয়। ব্যাংক খাতে টাকার সরবরাহ কম থাকাও একটি বড় চ্যালেঞ্জ।


কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে গভর্নর এসব কথা বলেন। আহমেদ জামাল, কাজী সাইদুর রহমান, এ কে এম সাজেদুর রহমান খান ও আবু ফরাহ মোহাম্মদ নাসের—এই চার ডেপুটি গভর্নর এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাসকে সঙ্গে নিয়ে এ ব্রিফিংয়ের আয়োজন করেন গভর্নর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও