You have reached your daily news limit

Please log in to continue


বিশ্ববাজারে আরো কমেছে ভোজ্য তেলের দাম

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমা অব্যাহত রয়েছে। উৎপাদন বৃদ্ধি, রফতানিকারক দেশগুলোতে মজুদ বেড়ে যাওয়ায় এমন দরপতন হচ্ছে। দেশের বাজারেও আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার প্রভাব কিছুটা পড়েছে।

যুক্তরাষ্ট্রের কমোডিটি এক্সচেঞ্জ শিকাগো বোর্ড অব ট্রেডে গত ২৮ জুলাই সয়াবিন তেলের দর উঠেছিল টনপ্রতি ১ হাজার ৪৫১ ডলার। গত বুধবার এ দর নেমে আসে টনপ্রতি ১ হাজার ৪৩৪ ডলারে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সয়াবিনের টনপ্রতি দর কমেছে ১৭ ডলার। সয়াবিনের চেয়ে বেশি কমেছে পাম অয়েলের দাম। গত ২৮ জুলাই পাম অয়েলের দর উঠেছিল ৮৮৮ ডলারে। তবে বুধবার এ দর ৮৬৬ ডলারে নেমে এসেছে।

দেশে সয়াবিন তেলের বড় অংশ বেচাকেনা হয় বোতলজাত হিসেবে। এখন বাজারে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। সর্বশেষ গত ২১ জুলাই প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৮০ টাকা নির্ধারণ করা হয়। অন্যদিকে দাম কমানোর পর প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি ১৪৭ টাকা ও প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম দাঁড়িয়েছে ১২৫ টাকায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন