বরিশালে স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মহাসড়ক অবরোধ

ঢাকা টাইমস বরিশাল প্রকাশিত: ০৪ আগস্ট ২০২২, ২১:২৬

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া জেএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৮ম শ্রণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্র-ছাত্রীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।


বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে প্রধান শিক্ষকের বিচার দাবি করে ওই স্কুলের ছাত্র-ছাত্রীরা এ বিক্ষোভ করে। পরে ব্যবস্থা গ্রহণের আশ্বাসে যানবাহন চলাচল স্বাভাবিক করে ছাত্র-ছাত্রীদের শ্রেণিকক্ষে পাঠায় পুলিশ।


বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল ঢাকা টাইমসকে জানান, বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীদের সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাসে যানবাহন চলাচল স্বাভাবিক করাসহ ছাত্র ছাত্রীদের শ্রেণিকক্ষে পাঠিয়ে দেওয়া হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও