বিয়ের পরেও প্রাক্তনের সঙ্গে কথাবার্তা চালিয়েই যাচ্ছেন! হতে চলেছে ঠিক এটাই...
বিয়ের পরেও প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কোনও যোগাযোগ রাখা কি উচিত? এই প্রশ্ন আমাদের অনেকের মনেই থাকে। যদিও বা যোগাযোগ রাখতেই হয়, তাহলে কী কী বিষয় মেনে চলতে হবেই? প্রাক্তনের সঙ্গে সম্পর্ক রাখলে তা ঠিক কীরকম হবে, জেনে নিন বিস্তারিত... আলোচনা করা হল এখানে
একে অপরকে ভালো লাগে বলেই সম্পর্ক শুরু হয় দুজনের মধ্যে। কিন্তু সব সময়ই তো আর সম্পর্কের পথ মসৃণ হয় না। এক সময় গিয়ে দুজন মানুষের পথ আলাদা হয়ে যায়। ভেঙে যায় অনেক সুন্দর প্রেমও। কিন্তু কেন এমন হয় তার উত্তর আমরা পাই না। যাই হোক, একবার প্রেম ভাঙলেই যে আমরা আর প্রেমে পড়ি না, এমন তো নয়। বরং প্রাক্তন সম্পর্ক(Ex Relationship) ভেঙে যাওয়ার পর নতুন করে প্রেমে পড়ি আমরা। আবার সেই প্রেম বিয়ে পর্যন্তও গড়ায়।
নতুন মানুষের সঙ্গে জীবন শুরু করি। কিন্তু অনেকেরই প্রেম ভাঙার পরেও প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে যোগাযোগ থাকে। সেই যোগাযোগ এক বন্ধুত্বপূর্ণ যোগাযোগই। কিন্তু সিঙ্গল থাকার সময়ে এই বিষয়টি একরকম। নতুন কাউকে জীবনে আনার পরেও যদি এই কাজই করেন, তাহলে তো একটু ভাবতেই হবে তাই না। বিয়ের পরও প্রাক্তনের (Ex Partner) সঙ্গে যোগাযোগ রেখেই চলেছেন? কী পরিণতি হতে পারে