You have reached your daily news limit

Please log in to continue


মঞ্চে এসে আজও আমার হাত-পা কাঁপে: অমিতাভ বচ্চন

শিগগিরই টেলিভিশনের পর্দায় আসতে চলেছে অত্যন্ত জনপ্রিয় কুইজভিত্তিক শো ‘কৌন বনেগা কৌড়পতি’(কেবিসি)। কেবিসি ১৪ শুরু হতে চলেছে ৭ আগস্ট (রোববার) থেকে সনি চ্যানেলে। প্রতিবারের মতো এবারও সঞ্চালকের আসনে উজ্জ্বল থাকবেন অমিতাভ বচ্চন। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে অমিতাভ বচ্চন এই জনপ্রিয় শোটিকে ঘিরে নানা কথা মেলে ধরেছিলেন।


গতকাল মুম্বাইয়ের ফিল্মসিটিতে ‘কেবিসি ১৪’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এদিনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন ছাড়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার সিইও এবং এমডি এনপি সিং, আর চ্যানেল সেটের ব্যবসায়িক প্রধান দানীশ খান। ভারতের স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হবে। এদিনের অনুষ্ঠানে বলিউড সুপারস্টার আমির খান, জাতীয় ফুটবলার সুনীল ছেত্রী, বক্সার মেরি কম, কারগিল যুদ্ধের প্রবীণ মেজর ডিপি সিং, কর্নেল মিতালী মধুমিতা উপস্থিত থাকবেন।

‘কেবিসি’-র সঙ্গে অমিতাভ বচ্চনের ২২ বছরের এক দীর্ঘ ভ্রমণ জড়িয়ে আছে। তিনি এ নিয়ে ১৩ সিজন সঞ্চালনা করছেন। তবু আজও কেবিসি-র মঞ্চে পা রাখার সময় রীতিমতো নার্ভাস থাকেন এই বলিউড মেগাস্টার। এদিন তাঁকে প্রশ্ন করা হয় এই সিজনের জন্য কীভাবে তিনি প্রস্তুতি নিয়েছেন, এর জবাবে বিগ বি বলেছেন, ‘এটা অত্যন্ত ভয়ংকর প্রশ্ন। কারণ, প্রতিবার মঞ্চে এসে আজও আমার হাত-পা কাঁপে। এখন এখান থেকে বের হওয়ার পর মাথায় ঘুরবে যে কাল কী হবে, কেমন হবে। প্রতিদিন এক অদ্ভুত ভয় আমায় তাড়া করে। এই ভয় যে নিজেকে কীভাবে পরিচালনা করব।’
এদিন অমিতাভ বচ্চন আরও পরিষ্কার জানান, কিসের টানে তিনি এই মঞ্চে বারবার ছুটে আসেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন