ভারতে কেরানির বাসা থেকে ৮৫ লাখ রুপি উদ্ধার

ঢাকা টাইমস ভারত প্রকাশিত: ০৪ আগস্ট ২০২২, ১৬:১১

ভারতের মধ্যপ্রদেশে এক সরকারি কর্মচারীর বাসা থেকে ৮৫ লাখ রুপি উদ্ধার করেছে মধ্যপ্রদেশ পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ)। এনডিটিভি জানায়, গতকাল বুধবার (৩ আগস্ট) তার বাড়িতে অভিযান চালানো হয়। তার বাসা থেকে অর্থ উদ্ধারের পাশাপাশি বেশ কিছু সম্পত্তির নথিপত্রও উদ্ধার করা হয়েছে। এই সম্পত্তির মূল্য কয়েক কোটি রুপি।


তার নথিপত্র ঘেঁটে দেখা গেছে, তিনি বেশির ভাগ সম্পত্তি তার স্ত্রীর নামে কিনেছেন। তার স্ত্রী একজন গৃহিণী। তার আয়ের কোনো উৎস নেই। ওই সরকারি কর্মচারীর নাম হিরো কেসবানি। তিনি রাজ্য সরকারের কর্মচারী। তার পদ আপার ডিভিশন ক্লার্ক। রাজ্যের মেডিকেল শিক্ষা বিভাগে সংযুক্ত তিনি।


ইওডব্লিউর পুলিশ সুপার রাজেশ মিশ্র বলেন, হিরোর বাসায় অভিযান চালালে সে কর্মকর্তাদের বাধা দেয়। কিন্তু তার বাধা উপেক্ষা করেই তদন্ত কার্যক্রম চালায় কর্মকর্তারা। একপর্যায়ে হিরো বাথরুম ক্লিনার খান। পরে রাজ্য সরকার পরিচালিত একটি হাসপাতালে হিরোকে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও