পেলোসি বিদায় নিতেই তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া শুরু

www.tbsnews.net তাইওয়ান প্রকাশিত: ০৪ আগস্ট ২০২২, ১১:৪৫

মার্কিন রাজনীতিবিদ ন্যান্সি পেলোসির সফর শেষ হতে না হতেই তাইওয়ানের চারপাশের সমুদ্র অঞ্চলে সর্বকালের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করছে চীন।


স্থানীয় সময় ১২টায় দ্বীপের ১২ মাইলের মধ্যে বেশ কয়েকটি এলাকায় শুরু হয় বেইজিংয়ের এই সামরিক কার্যক্রম। 


তাইওয়ানের দাবি, চীন এই অঞ্চলের স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা করছে।


মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসির সংক্ষিপ্ত তাইওয়ান সফরকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়েছে চীন। তাইওয়ানকে চীন নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে মনে করে। ফলে মার্কিন রাজনীতিবিদের বিতর্কিত এই সফরের প্রতিক্রিয়ায় সমুদ্র সীমানায় সামরিক মহড়া শুরু করেছে বেইজং। 


বেইজিংয়ের এমন প্রতিক্রিয়ায় বিচ্ছিন্ন দ্বীপটির বাণিজ্যও কিছু অংশে অবরুদ্ধ হয়ে আছে। 


বেইজিং জানিয়েছে, মহড়াটি ব্যস্ত নৌপথে অনুষ্ঠিত হবে এবং এতে দূরপাল্লার গোলাবারুদ ব্যবহার করা হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও