ফের পেছাল এসএ গেমস
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২২, ১০:১৮
২০২১ সালে পাকিস্তানে হওয়ার কথা ছিল সাউথ এশিয়ান (এসএ) গেমস। সেটি নিয়ে যাওয়া হয় আগামী বছর। সম্প্রতি এশিয়ান অলিম্পিক কাউন্সিলের (এওসি) সঙ্গে বৈঠকে আরেক দফা পিছিয়ে ২০২৪ সালে নিয়ে যাওয়া হয়েছে গেমস। পাকিস্তানের দৈনিক দ্য ডন এমনটাই জানাচ্ছে।
২০১৯ সালে নেপাল এসএ গেমসে পতাকা গ্রহণের সময় দুই বছর পর গেমস আয়োজনের কথা বলেছিলেন পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (পিওএ) সভাপতি আরিফ হাসান। ভেন্যু সংকট কাটাতে গেমসের প্রধান শহর লাহোরের পাশাপাশি ফয়সালাবাদ, শিয়ালকোট, গুজরানওয়ালা এবং আগের দুই আসরের আয়োজক ইসলামাবাদেও হতে পারে গেমসের খেলা। করোনার প্রাদুর্ভাব ও ভেন্যু সংস্কারের জন্য আরো দুই বছর পিছিয়ে আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে দিনক্ষণ নির্ধারণ করে আয়োজকরা।
- ট্যাগ:
- খেলা
- এসএ গেমস
- পিছিয়ে পড়া