কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হত্যা, ডাকাতি মামলার আসামি ও অছাত্ররা নেতৃত্বে

কালের কণ্ঠ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ০৪ আগস্ট ২০২২, ০৯:১২

হত্যা ও ডাকাতি মামলার আসামি, বিভিন্ন অপরাধে অভিযুক্ত ও অছাত্ররা নেতৃত্ব পেয়েছেন চারটি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিতে। গত ৩১ জুলাই রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ঘোষিত কমিটিতে তাঁদের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহসভাপতির পদে দেখা গেছে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা গেছে।


যবিপ্রবি ছাত্রলীগের কমিটি


আগামী এক বছরের জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগের ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।


এতে সোহেল রানাকে সভাপতি ও তানভীর ফয়সালকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।


কমিটি বিলুপ্ত হওয়ার প্রায় আড়াই বছর পর শাখা ছাত্রলীগের এই কমিটি দেওয়া হয়েছে। কমিটিতে চারজন সহসভাপতি হলেন আফিকুর রহমান অয়ন, নাজমুস সাকিব, মেহেদী হাসান ও আল মামুন সিমন। তিন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কামরুল হাসান শিহাব, এস এম ইকরামুল কবির দ্বীপ ও নূর মোহাম্মদ টনি। দুজন সাংগঠনিক সম্পাদক হলেন মনিরুল ইসলাম হৃদয় ও মুরাদ পারভেজ। এঁদের মধ্যে তানভীর হত্যা ও ডাকাতি এবং সিমন ডাকাতি মামলার আসামি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও