কাইজারের পর অনেকেই আমাকে ব্যারিস্টার বলে ডাকছেন
অভিনয় দক্ষতা দিয়ে দর্শক জনপ্রিয়তা পেয়েছেন এমন অভিনেতাদের একজন ইমতিয়াজ বর্ষণ। নাটক, সিনেমা এমনকি ওটিটি প্লাটফর্মেও নিয়মিত মুখ তিনি। ওয়েব সিরিজ ‘কাইজার’-এ ব্যারিস্টার চরিত্রে অভিনয় করে বর্তমান সময়ে আলোচনায় আছেন তিনি। অভিনয় আর ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেছেন বর্ষণ। সাক্ষাত্কার নিয়েছেন সাবিহা জামান
বর্ষণ নাকি ব্যারিস্টার কী নামে সম্বোধন করতে পারি?
কাইজার করার পর থেকে অনেকেই আমাকে ব্যারিস্টার বলে সম্বোধন করছেন, শুনতে খুব ভালো লাগে। যখন আমার অভিনয়ের চরিত্রগুলো এমন পরিচিতি পায় তখন সেটার জন্য অন্য রকম ভালো লাগা কাজ করে। আর আমার নিজের নামও আমার ভালো লাগে। সব নামই আমার পছন্দ, কোনোটাতেই কোনো সমস্যা নেই।
কাইজারে এ চরিত্রের জন্য কেমন প্রস্তুতি নিতে হয়েছে?
শুটিং শুরু করার অনেক আগে থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। আমরা রিহার্সেল করেছি, সঙ্গে কিছু রেফারেন্স দেয়া হয়েছিল সেগুলো পড়েছি। আমরা আমাদের কল্পনাশক্তি দিয়ে চরিত্রগুলো কেমন হবে সেটা নিয়ে ভেবেছি। এর সঙ্গে পরিচালকের ভাবনা সব মিলিয়েই কাজটা করেছি। কাইজারের প্রতিটি কো-আর্টিস্টের অনেক পরিশ্রম রয়েছে এর চরিত্রগুলো প্রতিষ্ঠিত করার জন্য। আমরা চিন্তাভাবনা করার সময় পেয়েছি, ফলে আমরা আরো ভালো করে কাজটা করতে পেরেছি। ভাবনা, চিন্তা আর কল্পনাশক্তির মিশেলে আমি ওই চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করেছি।