ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ৮০ হাজার ডলার উদ্ধার
চুয়াডাঙ্গার সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারের সময় ৮০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার বিকেল ৪ টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে ডলার উদ্ধারের তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক।
সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ সকাল সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী এলাকায় সীমান্ত পিলারের ৩০০ গজের মধ্যে দেশের ভেতরে অভিযান চালায় বিজিবি। এসময় এক চোরাচালানকারী একটি ব্যাগ ছুঁড়ে ফেলে পালিয়ে যান। ব্যাগটি জব্দ করে কাগজে মোড়ানো ৮টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রত্যেকটি প্যাকেট থেকে ১০০ ইউএস ডলারের ১০০টি নোট পাওয়া যায়। ৮টি বান্ডেলে সর্বমোট ৮০ হাজার ডলার উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, ডলারগুলো ভারতে পাচার করা হচ্ছিল। ডলারের মূল্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নির্ধারণ করা হবে। ওই ঘটনায় দর্শনা থানায় মামলা ও উদ্ধার করা ডলার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কাজ চলছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গ্রেফতার
- অর্থ পাচার
- ডলার জব্দ