উত্তাপ ছড়িয়ে তাইওয়ান ছাড়লেন পেলোসি
চীনের হুঁশিয়ারিকে উপেক্ষা করে তাইওয়ান সফরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি ন্যান্সি পেলোসি। সে সফর শেষ করে ইতোমধ্যে সেই দ্বীপ ভূখণ্ড থেকে বিদায়ও নিয়েছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রাজধানী তাইপের বিমানবন্দর তিনি ত্যাগ করেন বলে এএফপিকে নিশ্চিত করেছেন তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
দক্ষিণ কোরিয়ার দৈনিক কোরিয়া হেরাল্ড বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, এ দিন সন্ধ্যায় রাজধানী সিউলের বিমানবন্দরে অবতরণ করবে পেলোসিকে বহনকারী মার্কিন সামরিক বাহিনীর বিশেষ বিমান। পরের দিন বৃহস্পতিবার ইন্দো-প্রশান্ত মহাসাগর অঞ্চলের নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, জলবায়ু সংকটসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে দেশটির পার্লামেন্টের স্পিকার কিম জিন-পিও’র সঙ্গে বৈঠক করবেন।
দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের স্পিকারের সঙ্গে বৈঠক শেষে জাপান সফরে যাবেন পেলোসি।
পূর্ব ও দক্ষিণপূর্ব এশিয়ার কয়েকটি দেশ সফর করতে ০১ আগস্ট, সোমবার ওয়াশিংটন ত্যাগ করেন ন্যান্সি পেলোসি। এই সফরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান সফরের কথা ছিল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- দেশ ত্যাগ
- চীনের হুঁশিয়ারি