কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তাইওয়ান সফরে এসে ডেপুটি স্পিকারকে যা বললেন ন্যান্সি পেলোসি

ডেইলি বাংলাদেশ তাইওয়ান প্রকাশিত: ০৩ আগস্ট ২০২২, ১০:২২

লাগাতার হুঁশিয়ারি উপেক্ষা করে তাইওয়ান সফর সফল করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। এরই মধ্যে তিনি তাইওয়ান পার্লামেন্টের ডেপুটি স্পিকার সাই চাই চ্যাং-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।  এ সময় পেলোসি বলেন, আমরা তাইওয়ানে বন্ধুত্বের জন্য এসেছি। আমরা এই অঞ্চলে শান্তির জন্য এসেছি। এর আগে, মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে তাইওয়ানে যান ন্যান্সি। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ নিজে উপস্থিত থেকে ন্যান্সি পেলোসিকে বিমানবন্দরে স্বাগত জানান।


পেলোসির সফরের জেরে তাইওয়ানে নির্মাণে ব্যবহৃত বালু রফতানি এবং তাইওয়ান থেকে সাইট্রিস (লেবু জাতীয়) ফল ও কিছু বিশেষ ধরনের মাছ আমদানি নিষিদ্ধ করেছে চীন। চীনের তাইওয়ান সম্পর্কিত দফতর আলাদাভাবে ঘোষণা করেছে যে, তাইয়ানের দুটি ফাউন্ডেশনের (দ্যা তাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং দ্য তাইওয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ড) সঙ্গে চীনের মূল ভূণ্ডের কোম্পানিগুলো বাণিজ্য কিংবা অর্থনৈতিক লেনদেন করতে পারবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও