সূর্যকুমারের বিধ্বংসী ইনিংস গুরুত্বপূর্ণ ছিল
চ্যানেল আই
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২২, ০৯:৩১
নিয়ন্ত্রিত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের রানকে পাহাড়ে চড়তে দেননি হার্দিক পান্ডিয়া ও রবিচন্দ্রন অশ্বিন। তবুও স্লো উইকেটে রান তাড়া করাটা সহজ ছিল না। ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারে পেশিতে টান লাগায় মাঠ ছাড়তে বাধ্য হন রোহিত শর্মা। তবে আরেক ওপেনার সূর্যকুমার যাদবের বিধ্বংসী ইনিংসে ৭ উইকেটের জয়ে পাঁচ ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
মঙ্গলবার সেন্ট কিটস ও নেভিসে হওয়া ম্যাচে আগে ব্যাট করা ক্যারিবীয়রা কাইল মায়ার্সের ৭২ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে জমা করে ৫ উইকেটে ১৬৪ রান। জবাবে সূর্যকুমারের ৪৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৭৬ রানের বিধ্বংসী ইনিংসেই এক ওভার হাতে রেখে ৭ উইকেটের জয় পায় ভারত।