এক ভোটের জন্য ২৫ কোটি রুপির টোপ
রাজ্যসভার ভোটে একজন নির্দিষ্ট প্রার্থীকে শুধু ভোট দিতে হবে। তাহলেই মিলবে পাক্কা ২৫ কোটি রুপি। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন ভারতের রাজস্থান রাজ্য সরকারের সেনা কল্যাণ মন্ত্রী রাজেন্দ্র গুঢা। মন্ত্রী গুঢার দাবি ঘিরে মরুরাজ্যে শুরু হয়ে গিয়েছে নতুন রাজনৈতিক ঝড়।
২০১৮ সালের বিধানসভা ভোটে বিএসপি প্রার্থী হিসাবে জেতার পর ২০১৯-তে কংগ্রেসে যোগ দেন রাজেন্দ্র গুঢা। তাঁর আরো দাবি, ২০২০ সালে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে যে বিদ্রোহ শুরু হয়েছিল, তাতে যোগ দেওয়ার জন্য তাঁকে ৬০ কোটির টোপ দেওয়া হয়েছিল।
সোমবার ঝুনুঝুনুতে একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠানে গিয়ে উপরের কথাগুলো বলেন রাজেন্দ্র। মঙ্গলবার প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একজন নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিলে আমাকে ২৫ কোটি রুপি দেওয়ার প্রস্তাব করা হয়। তার পর আমার স্ত্রীকে সব খুলে বলে তাঁর পরামর্শ চাই। স্ত্রী আমাকে বলেন, ওই অর্থের দরকার নেই, তার চেয়ে সম্মান বড়। ’