You have reached your daily news limit

Please log in to continue


মাথাভাঙ্গা নদীতে হঠাৎ ভেসে উঠছে মরা মাছ, কারণ নিয়ে কৌতূহল

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীতে হঠাৎ ভেসে উঠেছে প্রচুর পরিমাণ মরা মাছ। নদীর তীরে খাবি খাচ্ছে ছোট-বড় অসংখ্য দেশীয় প্রজাতির মাছ। সোমবার (১ আগস্ট) মধ্যরাত পর্যন্ত নদীতে নেমে এসব মাছ ধরেন অসংখ্য মানুষ। হঠাৎ করেই মাছ নদীর তীরবর্তী পানিতে খাবি খাচ্ছে দেখে মাছ ধরা শুরু হয়। নদীতীরে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সীদেরই ভিড় জমে।

সোমবার দুপুর থেকে একটু একটু করে মরা মাছ নদীর পানিতে ভাসতে থাকলেও রাত থেকে বেশ কয়েকটি জায়গায় মাছ ভাসতে দেখে ভিড় করতে শুরু করেন সাধারণ মানুষ।

এলাকাবাসী জানান, দুপুরে প্রথমে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ অদূরবর্তী কৃষ্ণপুর এলাকায় মাথাভাঙ্গা নদীতে তেলের মতো কিছু একটা ভাসতে দেখা যায়। একই সঙ্গে নদীর তীরবর্তী পানিতে ছোট-বড় মাছ খাবি খাচ্ছে দেখে কেউ ঠেলা জাল, কেউ মশারির অংশ, কেউ শাড়ি কিংবা গামছা নিয়ে নদীতে নেমে মাছ ধরতে শুরু করেন।

মাথাভাঙ্গার স্রোত ক্রমশ হাজরাহাটীর দিকে এলে একইভাবে মাছ খাবি খাচ্ছে দেখে মানুষের ঢল নামে। হাজরাহাটির পর আলুকদিয়া, আকন্দবাড়িয়া হয়ে স্রোত সন্ধ্যার দিকে পৌঁছায় হাতিকাটা তালতলায়।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন