দুর্নীতির মামলায় খালেদার অভিযোগ গঠনের শুনানি ২৯ সেপ্টেম্বর

www.ajkerpatrika.com প্রকাশিত: ০২ আগস্ট ২০২২, ১৯:০৭

নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার (২ আগস্ট) ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এই দিন ধার্য করেন।



ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের বিশেষ এজলাসে খালেদা জিয়ার পক্ষে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদনের ওপর শুনানি পিছিয়ে দিতে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার পক্ষে নিয়োজিত সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী করোনায় আক্রান্ত হয়েছিলেন। শারীরিকভাবে তিনি অত্যন্ত দুর্বল বিধায় শুনানি করা সম্ভব হচ্ছে না। 



দুর্নীতি দমন কমিশনের পিপি মোশারফ হোসেন কাজল আবেদনের বিরোধিতা করে বলেন, ‘ইতিমধ্যে এই মামলায় অনেক শুনানি হয়েছে। সময় মঞ্জুর করার এখন কোনো কারণ নেই। এ অবস্থায় অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করা হোক।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও