কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এশিয়া কাপের সূচি ঘোষণা

www.ajkerpatrika.com প্রকাশিত: ০২ আগস্ট ২০২২, ১৮:৩৭

রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে কদিন আগে শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপ সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। এবার টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা হলো।



আগামী ২৭ আগস্ট শুরু হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। ফাইনাল ১১ সেপ্টেম্বর। ভেন্যু হিসেবে দুবাই ও শারজাকে বেছে নেওয়া হয়েছে। টি-টোয়েন্টি সংস্করণের হওয়ায় সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।



আজ বিষয়টি নিশ্চিত করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহ। সামাজিক মাধ্যমে সূচি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার অবসান। এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই শুরু ২৭ আগস্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইনাল ১১ সেপ্টেম্বর। এশিয়া কাপের ১৫ তম আসর টি-টোয়ন্টি বিশ্বকাপ প্রস্তুতির আদর্শ মঞ্চ হতে যাচ্ছে।’



টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। শারজায় তাদের প্রথম ম্যাচ ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে। দুবাইয়ে দ্বিতীয়টি ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। ২৭ আগস্ট বাংলাদেশের গ্রুপ পর্বের দুই প্রতিপক্ষকে দিয়ে শুরু হবে টুর্নামেন্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও