অন্তর্বাস তৈরিতে ২৬৬ কোটি টাকা বিনিয়োগ
অন্তর্বাস তৈরির কারখানা স্থাপনে বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বা ২৬৬ কোটি টাকা (প্রতি ডলার ৯৫ টাকা ধরে) বিনিয়োগ করবে হংকং-ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের মালিকানাধীন কোম্পানি নোভা ইনটিমা লিমিটেড।
কোম্পানিটি বছরে ছয় কোটি ইউনিট নারীদের বিভিন্ন ধরনের অন্তর্বাস ও অন্তর্বাস তৈরির সামগ্রী বানাবে। এখানে কর্মসংস্থান হবে ৫ হাজার ৬২৫ জন বাংলাদেশির।
নোভা ইনটিমা লিমিটেডের মালিকানায় চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেডে নারীদের অন্তর্বাস তৈরির আরও দুটি প্রতিষ্ঠান আছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ২ কোটি ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে। কারখানা দুটিতে কাজ করছেন প্রায় ছয় হাজার বাংলাদেশি।
আজ সোমবার রাজধানীর গ্রিন রোডে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী দপ্তরে এ চুক্তি স্বাক্ষর হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও নোভা ইনটিমা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিজয় উত্তম চুক্তিতে সই করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য মোহাম্মদ ফারুক আলম ও নাফিসা বানুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ নিয়ে মোট ১১টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে বেপজার সঙ্গে চুক্তি করেছে। প্রতিষ্ঠানগুলো মোট ২৪ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- বিনিয়োগ
- অন্তর্বাস