কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১৭ দিনেই শেষ হবে এসএসসির লিখিত পরীক্ষা

প্রথম আলো প্রকাশিত: ৩১ জুলাই ২০২২, ২১:৪০

বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। ঘোষিত সময়সূচি অনুযায়ী, এই পরীক্ষা শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। লিখিত পরীক্ষা শেষ হবে ১ অক্টোবর। অর্থাৎ ১৭ দিনেই শেষ হবে এসএসসির লিখিত পরীক্ষা।


আজ রোববার এই সময়সূচি ঘোষণা করা হয়েছে। বোর্ডগুলোর ওয়েবসাইটে এই সময়সূচি দেওয়া হয়েছে। ঘোষিত সময় অনুযায়ী লিখিত (তত্ত্বীয়) পরীক্ষা শেষে ১০ থেকে ১৫ অক্টোবরের মধ্যে সংগীতসহ সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।


চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট-সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় বন্যার কারণে পরীক্ষা শুরুর দুই দিন আগে তা স্থগিত করা হয়। এরপর ১৭ আগস্ট থেকে এই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হলেও মধ্য আগস্টে আবারও বন্যার আশঙ্কায় সরকারের উচ্চ মহলের নির্দেশে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এই পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত হয়। এই পরীক্ষা পিছিয়ে যাওয়ায় এ বছরের এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে। আগামী নভেম্বরের শুরুতে হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও