ঝাড়খন্ডের তিন বিধায়ক ৪৯ লাখ রুপিসহ পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

প্রথম আলো ভারত প্রকাশিত: ৩১ জুলাই ২০২২, ২০:৪২

ভারতের ঝাড়খন্ড রাজ্যের কংগ্রেসের তিন বিধায়ককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৪৯ লাখ রুপি উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সাকরাইল থানার নাবঘড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার তিন বিধায়ক হলেন রাজেশ কাচ্ছাপ, নমন বিক্সাল কোঙারি ও ইরফান আনসারি। এ সময় তাঁদের সঙ্গে থাকা দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। আজ রোববার আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয় তাঁদের।


পুলিশ সূত্রে জানা গেছে, ওই তিন বিধায়ক একটি কালো রঙের গাড়িতে ছিলেন। গাড়িটি তল্লাশি করে ৪৯ লাখ রুপি পাওয়া যায়। সেগুলোর বেশির ভাগই ছিল ৫০০ রুপির নোট। দুই হাজার রুপির কিছু নোটও ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও