১৭ রানের হারে সিরিজ শুরু বাংলাদেশের

প্রথম আলো প্রকাশিত: ৩০ জুলাই ২০২২, ২১:০৯

১৭ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের


শেষ ওভারে প্রয়োজন ২৮ রান। সমীকরণটা শুধু কঠিন নয়, ছিল প্রায় অসম্ভব। দ্বিতীয় বলে লেগ বাই থেকে চারের পর তৃতীয় বলে ছয় মেরেছিলেন নুরুল। তবে টানাকা চিভাঙ্গা ফিরে এসেছেন ভালোভাবেই। তাঁর শেষ ওভারে বাংলাদেশ নিতে পেরেছে ১০ রান।


২০৬ রানের লক্ষ্যে বাংলাদেশ থেমেছে ১৮৮ রান করেই। ফলে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে ১৭ রানে। নুরুল খেলেছেন ২৬ বলে ৪২ রানের ইনিংস, তবে দলকে পার করাতে পারেননি বাংলাদেশ অধিনায়ক।


দুর্দান্ত এনগারাভা


রিচার্ড এনগারাভা করতে এসেছিলেন ১৯তম ওভার। দায়িত্ব স্বাভাবিকভাবেই ছিল বড়।


এনগাভারা প্রথম চারটি বলই করলেন ব্লকহোলে, ওই ৪ বলে এসেছে মাত্র ২ রান। পঞ্চম বলে লো ফুলটসে ক্যাচ তুলেছিলেন নুরুল, সেটি অবশ্য নাগালের বাইরেই পড়েছে। এরপর একটি ওয়াইড করেন এনগারাভা।


শেষ বলটি সামনে এসে খেলতে চেয়েছিলেন মোসাদ্দেক। লো ফুলটসে স্ল্যাশ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েন তিনি। রিচার্ড এনগারাভা ১৯তম ওভারে দিলেন মাত্র ৪ রান। শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ২৮ রান!


১২ বলে প্রয়োজন ৩২


জঙ্গুয়ের ওভারের প্রথম বলে বড় ছক্কায় শুরু করেছিলেন নুরুল। জঙ্গুয়ে এরপর নো বলও করেছেন। তবে এরপরও উঠেছে ১৪ রান। শেষ ১২ বলে বাংলাদেশের প্রয়োজন ৩২ রান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও