![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2020%252F06%252F10%252Ff0513e9c0ecde1d5f81b28fdda641830-5ee049f8c4d8d.jpg%3Frect%3D0%252C0%252C1092%252C614%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D900)
বাংলাদেশের সবচেয়ে প্রিয় ও সবচেয়ে চেনা প্রতিপক্ষ
প্রথম আলো
প্রকাশিত: ৩০ জুলাই ২০২২, ০৯:২২
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ জিম্বাবুয়ে। বাংলাদেশ সবচেয়ে বেশি হারিয়েছে জিম্বাবুয়েকেই। ১৬ বার মুখোমুখি হয়ে ১১ বার জিতেছে বাংলাদেশ। বাংলাদেশ আর কোনো দলকে ৫ বারের বেশি হারাতে পারেনি। ২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশ সবচেয়ে বেশি খেলেছে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
দেখে নিন বাংলাদেশ ও জিম্বাবুয়ে টি–টোয়েন্টি দ্বৈরথের দলীয় রেকর্ডগুলো—