টিকটক করতে না দেওয়ায় ফাঁস নিল ১০ বছরের শিশু
লক্ষ্মীপুরের রায়পুরে টিকটক করতে না দেওয়ায় সাজ্জাদ হোসেন হিমেল (১০) নামে এক শিশু আত্মহত্যা করেছে। শুক্রবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সাজ্জাদ রাখালিয়া গ্রামের কাতার প্রবাসী মো. খোকনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, টিকটক ব্যবহারের জন্য সাজ্জাদ তার মা রুমি আক্তারের কাছে মোবাইল চেয়েছিল। কিন্তু মা তাকে মোবাইল দেয়নি। ঘরে তালা দিয়ে তাকে আটকে রেখে তিনি গোসল করতে যান। গোসল থেকে ফিরে দরজার তালা খুলে ঘরে ঢুকতেই তিনি সাজ্জাদের গলায় ওড়না পেঁচানো অবস্থায় জানালার গ্রিলের সঙ্গে ঝুলে থাকতে দেখেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।