টিকটকের রূপে আসছে ফেইসবুক

দেশ রূপান্তর প্রকাশিত: ৩০ জুলাই ২০২২, ০৯:০৫

ফেইসবুক তাদের হোম পেজে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে। এতে নতুন করে একটি ভিডিও বিভাগ যুক্ত হতে চলেছে, যা হুবহু টিকটকের মতো সোয়াইপ করে ভিডিও দেখা যাবে। সম্প্রতি ফেইসবুক জানিয়েছে, ফেইসবুক অ্যাপের হোম পেজ শিগগিরই টিকটকের মতো দেখাবে। সেখানে পরপর ভার্টিক্যাল পাবলিক ভিডিও আসতে থাকবে। ফলে রিলস ও টিকটকের মতো ভিডিও স্টোরিজ সবকিছুই ফেইসবুক অ্যাপের হোম স্কিন থেকে দেখা যাবে। এ ছাড়া ফেইসবুক অ্যাপ হোম স্ক্রিনে নিউ স্ট্রিম ট্যাব দেখতে পাবেন। সেখানে গ্রাহক যে বিভাগ বেশি ব্যবহার করেন সেই বিভাগের শর্টকাট নিজে থেকেই যুক্ত হবে। ফলে ফেইসবুকের হোম পেজকে আর নিউজ ফিড বলার সুযোগ থাকছে না।


ফেইসবুক আরও জানিয়েছে, মেশিন লার্নিংয়ের মাধ্যমে প্রত্যেক গ্রাহকের হোম পেজ আলাদা করে সাজাবে মেটা। হোমেই থাকছে ইন্সটাগ্রাম রিলস ও ফেইসবুক স্টোরিজ। এদিকে, কদিন আগেই ফেইসবুক একটি অ্যাকাউন্টের সঙ্গে ৫টি অ্যাকাউন্ট লিংক করার সুবিধা আনার ঘোষণা দেয়। তাদের ভাষ্য মতে, এই ফিচার ব্যবহার করে নির্দিষ্ট কিছু গ্রাহক উপকৃত হবে। বিশেষ করে যেসব গ্রাহক কাজের প্রোফাইল ও ব্যক্তিগত প্রোফাইল আলাদা রাখেন, তারা একবার লগ ইন করেই উভয় প্রোফাইল দেখার সুযোগ পাবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও