কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জনশুমারির প্রাথমিক প্রতিবেদন

যুগান্তর সম্পাদকীয় প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ১২:৩৪

জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।



এ প্রতিবেদন অনুযায়ী দেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬, যা ১১ বছর আগে ২০১১ সালের হিসাবে ছিল ১৪ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৬৯৭। অর্থাৎ গত এক দশকে দেশে মানুষ বেড়েছে ২ কোটি ১১ লাখ ১৪ হাজার ৯১৯ জন। জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২ শতাংশ, যা আগে ছিল ১.৪৬ শতাংশ। এ থেকে বোঝা যায় দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে।


শুমারিতে উঠে আসা আরও কিছু উল্লেখযোগ্য তথ্য হলো-দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি; সাক্ষরতার হার বেড়েছে-আগের শুমারিতে যা ছিল ৫১.৭৭ শতাংশ, এবারের শুমারিতে তা হয়েছে ৭৪.৬৬ শতাংশ; মুসলমান জনসংখ্যার হার বেড়েছে এবং হিন্দু জনসংখ্যার হার কমেছে; গ্রামে ১১ কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৫৮৭ জন এবং শহরে ৫ কোটি ২০ লাখ ৯ হাজার ৭২ জন বসবাস করে; রাজধানী ঢাকায় বাস করে ১ কোটি ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন; বাসগৃহের সংখ্যা ৩ কোটি ৫৯ লাখ ৯০ হাজার ৯৫১; মোবাইল ফোন ব্যবহারকারীর হার ৫৫.৮৯ শতাংশ।


এসব তথ্যের গুরুত্ব অপরিসীম। কারণ এর ভিত্তিতে দেশের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে। তাছাড়া দেশের আর্থ-সামাজিক পরিস্থিতির একটি আভাসও পাওয়া যায় এ থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও