![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2022%2F07%2F29%2Fmyn-198dec056c4beefca6759791acba95fa.jpg%3Fjadewits_media_id%3D804926)
মিয়ানমারের সাগাইংয়ে সেনাবাহিনীর তাণ্ডব, বাস্তচ্যুত হাজারো মানুষ
মিয়ানমারের উত্তরপশ্চিমাঞ্চলীয় সাগাইংয়ে অঞ্চলের বেসামরিক নাগরিকদের ওপর দেশটির সেনাবাহিনীর দমন-পীড়নের মাত্রা প্রতিনিয়ত বাড়ছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) নতুন করে সালিঙ্গি শহরে জান্তা অভিযানে পর আতঙ্কে পালিয়ে গেছে এক হাজারের বেশি বাসিন্দা।
মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতীর খবরে বলা হয়েছে, ইয়ে খার এবং শ্বে হতাউক গ্রামের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করেছে প্রায় ১৫০ জন সেনাসদস্য। সালিংয়ের এক বাসিন্দা বলেন, ‘গত মাসে জান্তা বাহিনী এখানে ব্যাপক অভিযান চালিয়েছিল। যারা প্রাণ পালাতে পেরেছিলেন তারা কয়েকদিন আগেই ফিরে এসেছেন। এরমধ্যে আবারও হামলা চালালো সেনারা’।
খবরে বলা হয়েছে, ইয়ে খার এবং শ্বে হতাউকে সব মিলিয়ে আড়াই শতাধিক ঘর আছে। সেনা সদস্যদের দেওয়া আগুনে কতগুলো ঘরে পুড়ে গেছে তাৎক্ষণিকভাবে বের করতে পারেনি গ্রামবাসী। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের দ্রুত খাবারের প্রয়োজন বলে জানিয়েছেন বাসিন্দরা।
গত জুনেও সালিঙ্গির গ্রামে সামরিক বাহিনীর অভিযানে কয়েক হাজার বেসামরিক লোক নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। অনেকে এখনও নিজ বাড়িতে ফিরতে পারেনি।