‘হাওয়া’, ‘পরাণ’ আজ থেকে কয়টি হলে চলবে?

প্রথম আলো প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ১১:২৩

ঈদে তিনটি সিনেমার মধ্যে সবচেয়ে কম হল নিয়ে মুক্তি পেয়েছিল ‘পরাণ’ সিনেমা। পরে দর্শকদের আগ্রহ বাড়তে থাকে সিনেমাটি নিয়ে। সেই ধারাবাহিকতায় এ সপ্তাহেও সিনেমাটির হল বাড়ছে। অন্যদিকে ব্যবসাসফল সিনেমাটির সঙ্গে যোগ হচ্ছে ‘হাওয়া’ সিনেমা। ইতিমধ্যে ‘পরাণ’ আলোচনায় এসেছে। এদিকে ‘হাওয়া’ সিনেমার প্রচারণায় ভিন্নতা থাকায় দর্শকদের আগ্রহ বাড়ছে নতুন এই সিনেমাটি নিয়েও।


‘পরাণ’ প্রথম সপ্তাহে ১১টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। পরের সপ্তাহে ৫ গুণ হলের সংখ্যা বৃদ্ধি পায়। ৫৫ সিনেমা হল থেকে তৃতীয় সপ্তাহ থেকে সিনেমাটি ৬০টি প্রেক্ষাগৃহ চলবে জানান ‘পরাণ’ সিনেমার পরিচালক রায়হান রাফি। এই নির্মাতা বলেন, ‘আমরা খুবই খুশি এখনো দর্শক আগের মতোই আগ্রহ নিয়ে আমাদের সিনেমা দেখছে। সিনেমা হলগুলো এখনো আমাদের সিনেমা নিয়ে আগ্রহী। আমরা সিনেমা চালানো নিয়েও অনেক ভাবছি। কারণ, অনেক হল রয়েছে যেগুলো একদমই পরিবার নিয়ে দেখা যায় না। চেষ্টা করছি মানসম্মত হলগুলোতেই সিনেমাগুলো চালাতে।’ গত সপ্তাহে বেশ কিছু হল থেকে ‘পরাণ’ নেমে গেলেও হলসংখ্যা বাড়ছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও