আজ থেকে ‘হাওয়া’ বইবে
রহস্যময় বঙ্গোপসাগর। মাঝসমুদ্রে গেলে মনে হয়, এর বুঝি কূলকিনারা নেই। এর মধ্যেই কখনো ঝড়, কখনো তেড়ে আসে বিশাল ঢেউ। সব বুক পেতে দাঁড়িয়ে থাকে মাছ ধরার একটি ট্রলার। যে ট্রলারের যাত্রীরা পেশাদার জেলে নন, অভিনয়শিল্পী। জীবন নিয়ে অনিশ্চয়তা, শঙ্কা, আসন্ন বিপদ মাথায় রেখেই দিনের পর দিন কাজ করে চলে একদল শুটিং ইউনিট।
এভাবে গভীর সমুদ্রে গোপনে টানা ৪০ দিন শুটিং করে প্রথম আলোচনায় আসে ‘হাওয়া’। সেটা ২০১৯ সালের ঘটনা। করোনার কারণে দীর্ঘদিন আটকে ছিল সিনেমাটি। মহামারির সময় মাস্কে ‘হাওয়া’র ছবি জুড়ে দিয়ে আলোচনায় আসে হাওয়া। চলতি বছর গোপন সিন্দুক থেকে রত্ন বের করার মতোই নতুন নতুন চমক দিয়েছে হাওয়া, যার শুরুটা হয় পোস্টার দিয়ে।
এরপর ট্রেলার দিয়ে রীতিমতো আলোচনার ঝড় তোলে। বাংলাদেশ তো বটেই, পশ্চিমবঙ্গের ইউটিউবাররাও বাংলাদেশি সিনেমার ট্রেলারের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তবে কে জানত, হাওয়ার মোক্ষম চমক তখনো বাকি। যা প্রকাশ্যে আসে চলতি মাসের প্রথম সপ্তাহে। সিনেমার গান ‘সাদা সাদা কালা কালা’ মুক্তির পরই ঝড় তোলে। রাতারাতি পরিণত হয় গণমানুষের গানে। বহুল প্রতীক্ষিত সিনেমাটা আজ মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।