কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দেশে যে জেলায় কমেছে জনসংখ্যা

প্রথম আলো ঝালকাঠি প্রকাশিত: ২৮ জুলাই ২০২২, ১৪:২০

দেশের সব জেলায়  জনসংখ্যা বেড়েছে। অথচ উল্টো ঘটনা ঘটেছে ঝালকাঠি জেলায়। গত ১১ বছরে এই জেলায় মানুষের সংখ্যা বাড়েনি বরং কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সবশেষ জনশুমারি ও গৃহগণনায় এ তথ্য পাওয়া গেছে।


বিবিএস বলছে, দক্ষিণের জেলা ঝালকাঠিতে এখন মোট জনসংখ্যা ৬ লাখ ৬১ হাজার ১৬১ জন। ২০১১ সালের জনশুমারিতে এই জেলায় মানুষ ছিল ৬ লাখ ৮২ হাজার ৬৬ জন। মানে গত ১১ বছরে এ জেলায় ২১ হাজার ৫০৮ জন মানুষ কমেছে।


গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে (বিবিএস)। তাতে দেখা গেছে, ঝালকাঠিতে জনসংখ্যা কমার কারণে প্রতি বর্গকিলোমিটারে বসবাসের সংখ্যাও কমেছে। এই জেলায় এখন প্রতি বর্গকিলোমিটারে বসবাস করছে ৯৩৫ জন। ২০১১ সালে  ছিল ৯৬৬ জন। ঝালকাঠিতে পরিবারের আকারও কমেছে। ১১ বছর আগে সেখানে একটি পরিবারের আকার ছিল ৪ দশমিক ৩২ জন। সেটি কমে ৪ দশমিক ০৭ জনে এ নেমে এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও