প্রদীপ পুলিশি ক্ষমতা ও দুর্নীতির মাধ্যমে স্ত্রীর নামে সম্পত্তি গড়েন

প্রথম আলো চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ২৮ জুলাই ২০২২, ০৯:৫১

পুলিশি ক্ষমতার অপব্যবহার ও ঘুষ–দুর্নীতির মাধ্যমে কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ তাঁর স্ত্রী চুমকি কারণের নামে সম্পত্তি গড়েছেন। আজ বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার রায় ঘোষণার আগে পর্যবেক্ষণে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসি আবদুল মজিদ এসব কথা বলেন।


আজ বেলা ১১টা ৭ মিনিটে বিচারক এজলাসে আসেন। ওই সময় তিনি বলেন, পুরো রায় পড়তে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগবে। রায়ের উল্লেখযোগ্য অংশগুলো পড়ে শোনানো হচ্ছে। এর আগে তিনি আসামি প্রদীপ ও চুমকি উপস্থিত আছেন কি না, তা জানতে চান। তখন কাঠগড়ায় থাকা প্রদীপ উপস্থিত আছেন জানান; একইভাবে চুমকিও জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও