সময় এখন বাবর আজমের
টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে। ওয়ানডেতেও তাই। টেস্টে স্টিভ স্মিথকে টপকে উঠে এলেন তিনে। সত্যিই, সময় এখন বাবর আজমের।
গলে প্রথম টেস্টে পাকিস্তানের ঐতিহাসিক জয়ে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন বাবর। প্রথম ইনিংসে ১১৯ রানের পর দ্বিতীয় ইনিংসে ৩৪২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তাঁর ৫৫ রানের অবদানকে কেউ অস্বীকার করতে পারবে না। করেনি আইসিসিও।
আজ আইসিসি প্রকাশিত সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে টেস্টে ব্যাটসম্যানদের তালিকায় অস্ট্রেলিয়ান তারকাকে পেছনে ফেলে তিনে উঠে এসেছেন বাবর। দ্বিতীয় টেস্টে অসম্ভব লক্ষ্যের পেছনে ছুটছেন পাকিস্তান অধিনায়ক। শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ৫০৮ রানের লক্ষ্যে আজ চতুর্থ দিনে চা–বিরতির আগে ১ উইকেটে ৭১ রান তুলেছে পাকিস্তান। ১৪ রানে অপরাজিত থাকা বাবরের জন্য র্যাঙ্কিংয়ে এই সুসংবাদ তো পাকিস্তানকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণাই।
এই সময়ে তিন সংস্করণেই ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষ তিনে থাকা একমাত্র ব্যাটসম্যান বাবর। নিজেকে আরেকটু ধাক্কা দিলে হয়তো তিন সংস্করণেই তাঁকে শীর্ষে দেখা যেতে পারে।
টেস্টে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তাঁর ওপরে আছেন এক অস্ট্রেলীয় ও ইংরেজ—মারনাস লাবুশেন (৮৮৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে) ও জো রুট (৯২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে)। ৮৭৪ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় বাবর অর্জন করেছেন ক্যারিয়ার সর্বোচ্চ রেটিং পয়েন্ট।