কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মঞ্চে শাহরুখ কাজলের সিনেমা

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৭ জুলাই ২০২২, ১৮:৪৩

বলিউডি প্রেম নিয়ে কথা হবে, অথচ রাজ-সিমরানের প্রসঙ্গ উঠবে না, তা কি কখনো হয়! ১৯৯৫ সালের অক্টোবরে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ মুক্তির পর প্রায় ২৭ বছর গড়িয়েছে। আজও অমলিন সে সিনেমার রাজ-সিমরান জুটির প্রেম। সিনেমাটি ফিরছে নতুন আঙ্গিকে। পরিকল্পনা ছিল আগেই। গত বছর প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস থেকে ঘোষণা হয় লন্ডনে মঞ্চনাটক হিসেবে প্রদর্শিত হবে এই সিনেমা। তখন বিস্তারিত জানা যায়নি। প্রায় বছরখানেক সময় নিয়ে ফিরছেন সিনেমাটির প্রযোজক ও পরিচালক আদিত্য চোপড়া। খুঁজে বের করেছেন বিখ্যাত এই সিনেমার নতুন রাজ-সিমরানকে। নাটকের নাম দেওয়া হয়েছে ‘কাম ফল ইন লাভ—দ্য ডিডিএলজে মিউজিক্যাল’। বিশ্বের অন্যতম সেরা সান দিয়েগোর ওল্ড গ্লোব থিয়েটারে সেপ্টেম্বরে প্রদর্শিত হবে নাটকটি।



হিন্দিতে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তৈরি করার ইচ্ছে তাঁর ছিল না, জানিয়েছিলেন আদিত্য চোপড়া। ভেবেছিলেন রাজ-সিমরানের কাহিনি নিয়ে হলিউডের জন্য ইংরেজি সিনেমা তৈরি করবেন। শাহরুখ খান নয়, নায়ক হিসেবে টম ক্রুজের কথা ভেবেছিলেন আদিত্য। সেই স্বপ্ন পূরণ হয়নি। তারপরই শাহরুখ-কাজল জুটিকে নিয়ে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তৈরি করেন। এত বছর পর সে স্বপ্নের কিছুটা পূরণ হতে চলেছে আদিত্যর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও