‘পরিণতি বহন হবে’: এবার যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি চীনের

যুগান্তর চীন প্রকাশিত: ২৭ জুলাই ২০২২, ১৭:৫৯

মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর নিয়ে বুধবার যুক্তরাষ্ট্রকে সরাসরিই হুঁশিয়ারি দিয়েছে চীন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 


ওই প্রতিবেদনে বলা হয়েছে, ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করলে ওয়াশিংটনকেই  ‘পরিণতি বহন করতে হবে’ বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে চীন।


এ ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, আমরা স্পিকার পেলোসির তাইওয়ান সফরের দৃঢ় বিরোধিতা করছি। যদি যুক্তরাষ্ট্র এগিয়ে যায় এবং চীনের চ্যালেঞ্জ করে ... মার্কিন পক্ষ সব পরিণতি বহন করবে।


ন্যান্সি পেলোসি আগস্টে তাইওয়ানে যেতে পারেন এমন খবর গত সপ্তাহে প্রকাশিত হওয়ার পরে বেইজিং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। 


এমনকি পেলোসির এই সম্ভব্য সফর আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্টের মধ্যে হতে হওয়া ফোনকলকেও প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে। 


এর আগেও পেলোসির এই সফরকে কেন্দ্রকে যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় চিঠি দেওয়ার কথা স্বীকার করেছিলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান।


এ ব্যাপারে একটি মিডিয়া বিফ্রিংয়ে ঝাও লিজিয়ান বলেছিলেন, চীনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে বেশ কয়েকবার জানিয়েছেন ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের বিরোধীতা করেন তারা। আমরা প্রস্তুত আছি।


তিনি আরও বলেন, যদি  যুক্তরাষ্ট্র তার মতো চলে। তাহলে চীন তার জাতীয় সার্বভৌমতা এবং এর অঞ্চলের অখণ্ডতা বজায় রাখতে কঠোর ও বলপ্রয়োগ পন্থা গ্রহণ করবে। এরপর যদি খারাপ কিছু ঘটে তাহলে যুক্তরাষ্ট্রকে এর পুরো দায় নিতে হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও