তরকারিতে তেল বেশি দেওয়ায় স্ত্রীকে কোপ, ৭ আঙুল হারানোর শঙ্কা

www.ajkerpatrika.com নাটোর প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ২২:১১

নাটোরের হরিশপুরে তরকারিতে তেল বেশি দেওয়ায় স্ত্রীর হাতের সাতটি আঙুল কেটে দিয়েছেন স্বামী। আজ মঙ্গলবার তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার দুপুর ১টায় সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের চেয়ারম্যান পাড়া গ্রামে।



গ্রামবাসীরা জানান, ১৩ বছর আগে ওই গ্রামের ফজলুর রহমানের (মৃত) ছেলে আব্দুল হাই সদর উপজেলার আটঘরিয়া গ্রামের জয়নাল আবেদিনের (মৃত) মেয়ে মুক্তি বেগমকে (৩০) বিয়ে করেন। অবশ্য বিয়ের আগে আগের তিনটি বিয়ের কথা গোপন রেখেছিলেন তিনি। এই দম্পতির ঘরে দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই পান থেকে চুন খসলেই স্ত্রীকে নির্যাতন করেন আব্দুল হাই। রোববার দুপুর ১টায় তরকারি রান্না করার সময় তেল বেশি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আব্দুল হাই ক্ষিপ্ত হয়ে ধারালো বটি দিয়ে মুক্তি বেগমকে এলোপাতাড়ি কোপান। এ সময় মুক্তির দুই হাতের সাতটি আঙুল কেটে যায়। মুখসহ শরীরের বিভিন্ন স্থানেও আঘাত লাগে। স্বজনেরা দ্রুত তাঁকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও