কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ঠোঁট রাঙাব রঙে রঙে

গালভরা পান খেয়ে ঠোঁট রাঙানোর দিন আজ আর নেই। পানের জায়গায় ঠাঁই নিয়েছে লিপস্টিক। শিল্পীর হাতের তুলির মতো লিপস্টিকের রঙের ছোঁয়ায় ঠোঁট সাজে মায়ার খেলায়। উৎসব আয়োজনে তাই মুখে হালকা মেকআপ, চোখে কাজল আর ঠোঁটজুড়ে থাকে পছন্দের রঙের মানানসই লিপস্টিক। এ না হলে সাজ অসম্পূর্ণ থাকে।


কিন্তু লিপস্টিক পরতে যে যতই ভালোবাসুক না কেন, কার ঠোঁট কেমন, কোন রঙে মানাবে ভালো, কেমন করে পরতে হবে এসব বুঝেশুনে ঠিকঠাক লিপস্টিকটি বেছে নিতে না জানলে ফুটবে না সাজ—জানালেন রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভের স্বত্বাধিকারী শারমিন কচি। তিনি বলেন, ‘ঠোঁটে লিপস্টিক লাগানোরও কিছু নিয়ম আছে। এগুলো মেনে চললেই সুন্দর দেখায় সবাইকে। এই যেমন, লিপস্টিক লাগানোর আগে লিপব্রাশ দিয়ে ঠোঁটের মরা কোষ তুলে ফেলতে হবে। আবার লিপস্টিক তোলার সময় তুলোর বলে ভ্যাসলিন বা ক্রিম লাগিয়ে মুছে নিতে হবে। ঠোঁট পরিষ্কার হয়ে গেলে ময়েশ্চারাইজারযুক্ত ক্রিম বা লিপবাম লাগিয়ে নিতে হবে। আবার যাঁদের ঠোঁট তৈলাক্ত তাঁদের এক কোট লিপস্টিক লাগানোর পর টিস্যু চেপে পাউডার লাগিয়ে নিয়ে ফের আরেক কোট লিপস্টিক লাগিয়ে নিতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন