You have reached your daily news limit

Please log in to continue


রাজধানীর বাজারে ‘ককশিটের ইলিশ’ বেশি, দামও কমেছে

সব বাজারেরই কিছু ‘নিজস্ব শব্দ’ থাকে। তা সবজির বা মাছের, যে বাজারই হোক। এসব শব্দ বা শব্দগুচ্ছ সাধারণত ব্যবসায়ীদের মধ্যেই ব্যবহৃত হয়। যেমন ইলিশের বাজারে আছে ‘ককশিটের ইলিশ’ ও ‘লাইনের ইলিশ’। কারওয়ান বাজারের পাইকারি ও খুচরা—দুই বাজারেই এ শব্দ শোনা যায়। ককশিটের ইলিশ হচ্ছে সাগর থেকে ধরা কক্সবাজার বা চট্টগ্রামের ইলিশ। আর লাইনের ইলিশ হলো বরিশাল, ভোলা বা চাঁদপুরের নদী থেকে আসা ইলিশ।

সাগরে মাছ ধরার ৬৫ দিনের নিষেধাজ্ঞা গত শনিবার মধ্যরাতে উঠে গেছে। ওই দিনই সাগরে ছুটে গেছেন হাজার হাজার জেলে। সাগরে, বিশেষ করে কক্সবাজার এলাকায় মাছও মিলছে ভালো। রাজধানীর বাজারে আজ মঙ্গলবার ঘুরে এর প্রভাব দেখা গেল।

মাছের সরবরাহ ভালো, দামও আগের দুই দিনের চেয়ে খানিকটা কম। সাগরে বেশি ইলিশ ধরা পড়ায় সরবরাহ বেড়েছে বলে মনে করছেন সব বিক্রেতা। তবে তাঁদের ইলিশ সাগরের কি না, এমন প্রশ্ন তুললে বেমালুম অস্বীকার করছেন ব্যবসায়ীরা। কোন নদীর, কোন এলাকা থেকে কখন এসব মাছ এসেছে, তার ফিরিস্তি তুলে ধরছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন