![](https://media.priyo.com/img/500x/https://images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2022/07/26/biman-flight-web.jpg?itok=6RcLGCaz×tamp=1658838253)
ঢাকা-টরন্টো ফ্লাইট শুরু আগামীকাল, যাত্রাবিরতি ইস্তাম্বুল
দীর্ঘ প্রতীক্ষা শেষে আগামীকাল বুধবার থেকে চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-টরন্টো ফ্লাইট।
আজ মঙ্গলবার বিমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে সরাসরি ফ্লাইট চালানোর কথা বলা হলেও, ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুলে ১ ঘণ্টা যাত্রাবিরতি দিয়ে টরন্টো যাবে।