কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ধাওয়ান কিভাবে অধিনায়ক হয়, প্রশ্ন জাদেজার

ঢাকা টাইমস ভারত প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ১৭:২৭

এক সময় দলের অবিচ্ছেদ্য অংশ হলেও সম্প্রতি একাদশেই জায়গা হচ্ছিলো না ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের। কিন্তু হঠাৎ করেই দলে ফিরে নেতৃত্বের ভারও পেয়েছেন তিনি। তাতেই ক্ষেপেছেন কেউ কেউ। ধাওয়ান কিভাবে দলের অধিনায়ক হয়, তা নিয়ে প্রশ্নও তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক অজয় জাদেজার।


ভারতীয় ক্রিকেট দলে তারকার অভাব নেই। তাইতো এক সময়ের দলের গুরুত্পূর্ণ সদস্য কিছুদিন পরেই আর একাদশে জায়গা পান না। শিখর ধাওয়ানকেও একই কাতারে ফেলাই যায়। তিন বছর আগে ভারত দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ধাওয়ান। কিন্তু চলতি বছরের শুরু থেকে আর জায়গা হচ্ছিলো না তার।


ওপেনিংয়ে শিখর ধাওয়ানের পরিবর্তে আনা হয় লোকেশ রাহুলকে। মূলত তারুণ্য নির্ভর দলের দিকেই ঝুঁকে ক্রিকেটবিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু হুট করে আবারও দলে আনা হয়েছে ধাওয়ানকে। সেই সঙ্গে দেওয়া হয়েছে নেতৃত্বের ধারও।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও