কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ইনজুরির কারণে কমনওয়েলথ গেমস থেকে সরে দাঁড়ালেন নীরজ চোপড়া

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে চোটে আক্রান্ত হয়ে বার্মিংহাম কমনওয়েলথ গেমস থেকে দাঁড়ালেন নীরজ চোপড়া।

গত রোববরার ওরেগনে ৮৮.১৩ মিটার থ্রো করে রুপা পদক জেতেন নীরজ। সেই সময় চোট পেয়েছিলেন, সেই কারণেই তিনি কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক ধরে রাখতে পারবেন না।

আইওএর মহাসচিব রাজীব মেহতা এক বিবৃতিতে বলেন, ‘টিম ইন্ডিয়ার জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ফিটনেস সংক্রান্ত কারণে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারছেন না। তিনি যুক্তরাষ্ট্র থেকে আমাকে ফোন করেছিলেন। গতকাল সোমবার একটি এমআরআই স্ক্যান করা হয়, তাকে মেডিকেল টিম এক মাসের বিশ্রামের পরামর্শ দিয়েছে।’

নীরজ বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন। গত বছরের টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন।

ওরেগনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপা পদক জেতার পর নীরজ ফাইনালে চতুর্থ প্রচেষ্টার পরে তার উরুতে কিছুটা অস্বস্তি অনুভব করেন।

এ ব্যাপারে এনডিটিভিকে নীরজ বলেন, ‘চতুর্থ নিক্ষেপের পর আমি উরুতে কিছুটা অস্বস্তি অনুভব করি। আশা করি ঠিক হয়ে যাবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন