You have reached your daily news limit

Please log in to continue


কিডনি রোগের আদ্যোপান্ত

ফাইলে বন্দি থাকা? রেনে কাউফ কখনোই অফিস কেরানি হতে চাননি৷ তাই নার্স ছিলেন ২০ বছর৷ তবে তার কিডনিতে সমস্যা আছে৷ তাই কাজ করাই কঠিন হয়ে পড়েছে তার জন্য৷

কিডনি রোগীরেনে কাউফ বলেন, ‘‘নার্সের কাজ করতে হলে আপনাকে শারীরিকভাবে সক্ষম ও সবসময় মনোযোগী থাকতে হবে৷ কিডনির কর্মক্ষমতা কমতে থাকলে সেগুলোও আর করা যায় না৷ কাজে দক্ষতা আর থাকে না৷ সহকর্মীদের আমাকে অনেক কাজে সাহায্য করতে হত৷''

ছয় বছর বয়সে কিডনিতে সিস্ট ধরা পড়ে রেনে কাউফের৷ তখন থেকেই ডাক্তারের পরামর্শ নিচ্ছেন নিয়মিত৷ তবে অনেক বছর তিনি খেলাধুলা করতে পেরেছেন৷

কিডনি রোগের অনেক কারণ আছে৷ তবে কারণগুলো সবসময় ধরা পড়ে না৷

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন