কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্কটল্যান্ডের নতুন কমিটিকে সমর্থন করবে আইসিসি

এনটিভি প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ১১:৩০

ক্রিকেট স্কটল্যান্ডের (এসসি) উন্নয়ন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অবাক করে দিয়েছে। কিন্তু বিশ্ব নিয়ন্ত্রক সংস্থাটি নতুন কমিটিকে সমর্থন করবে। সাধারণত কোনো সদস্য দেশের বাইরের হস্তক্ষেপ আইসিসি হালকাভাবে দেখে না। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি বৈষম্য ও বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন কমিটিকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে।


আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ক্রিকেট প্রত্যেকের জন্য একটি খেলা। আমরা ক্রিকেট স্কটল্যান্ডের নতুন বোর্ড এবং নেতৃত্বকে সমর্থন করব। কারণ তারা খেলাটিকে আরও বৈচিত্র্যময় করতে কাজ করছে। সেপ্টেম্বরের মধ্যে একটি কমিটি করতে বলা হয়েছে তাদের।


বর্ণবাদের পর্যালোচনা প্রকাশের আগেই পুরো বোর্ডকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। তদন্তে ক্রিকেট স্কটল্যান্ড নিশ্চিত হয়।


আইসিসির একজন মুখপাত্র এ ব্যাপারে বলেন,  ‘ক্রিকেটে কোনো ধরনের বৈষম্যের জায়গা নেই। খেলাধুলার সাথে জড়িত প্রত্যেকেরই একটি নিরাপদ পরিবেশ তৈরি করার দায়িত্ব রয়েছে।’


গত এক সপ্তাহ ধরে আইসিসির সদস্যরা বার্মিংহামে একাধিক বৈঠক করেছেন। আজ মঙ্গলবার বৈঠক শেষ হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও