উঠতে বসতে যাচ্ছেতাই বলে অপমান করেন সঙ্গী! নিত্য অশান্তি এবার শেষ করুন এই কৌশলে
ভালোবাসার সম্পর্কে আমাদের স্মৃতি সবসময়ই মধুর হওয়া উচিত। তার মানেই যে মাখোমাখো ব্যাপার থাকতে হবে, এমন কথা আমরা বলছি না। কিন্তু আপনার প্রেমের সম্পর্ক যেন আপনার মনে অশান্তির কারণ হয়ে ওঠে। এদিকে খেয়াল রাখতে হবে। আর তা যদি হয়, তবে বুঝতে হবে, সেই সম্পর্কে আপনি সুখী নন। নিত্য দিন আপনার সঙ্গে ঝগড়া অশান্তি লেগেই আছে।
আপনি কোনও দোষ না করলেও সব সময় আপনার ঘাড়েই দোষ চাপানো হচ্ছে। এরকম নানা কারণে আপনি ভীষণ মন খারাপ করে আছেন। এর থেকেই বুঝতে হবে, হয়তো আপনি একটি টক্সিক রিলেশনশিপ বা বিষাক্ত সম্পর্কে আছেন। এবার আপনার নিজের কথাও ভাবা প্রয়োজন। কী করবেন আপনি?
আপনার মতামত জানানোর কোনও অধিকার নেই
আপনাদের দুজনের মধ্যে একটি প্রেমের সম্পর্ক তৈরি করছে। কিন্তু প্রথম দিন থেকেই দেখছেন, এই সম্পর্কে আপনার মতামত প্রকাশ করার কোনও অধিকারই নেই। একটি সম্পর্কে প্রেমিক এবং প্রেমিকার অধিকার সব সময় ৫০-৫০ থাকা উচিত।
কিন্তু আপনার যদি ভালোবাসা বা প্রেমের সম্পর্কে কোনও অধিকার বোধই না থাকে, মতামত জানানোর স্বাধীনতা না থাকে, তাহলে সেই সম্পর্কে এখনও কেন আছেন আপনি? নিজেকে প্রকাশ করুন।
উঠতে বসতে অশান্তি হচ্ছে কি?
আপনার ভালোবাসার মানুষের সঙ্গে কি আপনার নিত্য অশান্তি লেগেই আছে? দেখুন, দুজন মানুষের মধ্য়ে ঝগড়া-অশান্তি হবেই। সেটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। দুজন মানুষের মত পার্থক্য হলে ঝগড়া হবেই। কিন্তু আপনাদের দুজনের মধ্য়ে ছোট বড় নানা বিষয়ে ঝগড়া লেগেই থাকে।
তিনি আপনাকে সেই সময়ে যাচ্ছেতাই বলেন। অপমান করেন। কিন্তু আপনার তা মেনে নেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। একটু নিজেকেও প্রশ্ন করুন এবার। কেন সেই সম্পর্কে থেকে যাচ্ছেন আপনি?
- ট্যাগ:
- লাইফ
- দূর করার উপায়
- দাম্পত্যে অশান্তি