কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার যে পথ খোলা আছে

প্রথম আলো ইউক্রেন আলেক্সান্ডার গিলেস্পি প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১৮:১৮

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান (সাবেক প্রেসিডেন্ট) দিমিত্রি মেদভেদেভ সম্প্রতি বলেছেন, ইউক্রেনে অভিযানে রাশিয়া ‘সব লক্ষ্যই অর্জন’ করবে এবং শান্তির জন্য ‘আমাদের শর্ত মানতে হবে’। তাঁর এ বক্তব্য অনিবার্যভাবে যে প্রশ্নটি সামনে নিয়ে এসেছে তা হলো, রাশিয়ার শর্ত কী কী? ইতিহাস বলছে, এর উত্তর খুব কঠিন। আধুনিক কালে যত যুদ্ধে রাশিয়া জড়িয়েছে, তার সব কটিতেই দুটি ধরন দেখা যায়। প্রথমত, সম্পূর্ণ বিজয় (চেচনিয়া অথবা সিরিয়া)। দ্বিতীয়ত, দেশটির অঙ্গচ্ছেদ (২০১৪ সালের আগ্রাসনের সময় জর্জিয়া অথবা ইউক্রেন)।


মেদভেদেভের মন্তব্য থেকে এটা স্পষ্ট যে শর্তের বিষয়টি যখন রাশিয়ার একপক্ষীয়, তখন শান্তিচুক্তিতে পৌঁছানো কিংবা শান্তিপূর্ণ সমাধানের সুযোগ খুবই কম। রাশিয়া চায়, প্রতিপক্ষ আলাপ-আলোচনা নয়, একেবারে আত্মসমর্পণ করুক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন খুব ভালো করে বিশ্বাস করেন যে ইউক্রেন যুদ্ধে তাঁর দেশ ভালো অবস্থানে রয়েছে। পশ্চিমের নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে ধাক্কা দিয়েছে ঠিকই, কিন্তু টুঁটি চেপে ধরতে পারেনি। পশ্চিমাদের অস্ত্র ও গোয়েন্দা তথ্য রাশিয়ার অগ্রযাত্রাকে ধীর করেছে, কিন্তু থামাতে পারেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও