কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাশিয়ায় যোগ দিতে জাপোরিজঝিয়া ও খেরসনে সেপ্টেম্বরে গণভোট!

সমকাল ইউক্রেন প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১৬:৫৭

রাশিয়ার সঙ্গে যোগ দিতে ইউক্রেনের জাপোরিজঝিয়া ও খেরসনে আগামী সেপ্টেম্বরে গণভোট অনুষ্ঠিত হতে পারে।


সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে এ তথ্য জানিয়েছেন ওই অঞ্চলে রাশিয়ার নিযুক্ত স্থানীয় এক কর্মকর্তা। খবর আলজাজিরার।


তিনি বলেন, ইউক্রেনের জাপোরিজঝিয়া ও খেরসনে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে গণভোট অনুষ্ঠিত হতে পারে।


ভ্লাদিমির রোগভ নামের ওই কর্মকর্তা বলেন, সবকিছু যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে সেপ্টেম্বরের প্রথম অংশে গণভোট অনুষ্ঠিত হবে। এখনই নির্দিষ্ট তারিখ বলা যাচ্ছে না। নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে।


তিনি আরও বলেন, নির্বাচন কমিশন তৈরি করা হচ্ছে, এর মূল কাজ হবে ভোটারদের তালিকা তৈরি করা। কারণ বহু লোক অঞ্চল ছেড়ে গেছে। সম্ভবত দুই অঞ্চলে একই সময় গণভোট হতে পারে।


রাশিয়া ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে। দেশটির অভিযোগ, দোনবাসে রুশ ভাষীদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে এবং তাদের স্বাধীনতা দরকার। ছয় মাসে পা দেওয়া এ যুদ্ধে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের কিছু অংশ দখল করতে পেরেছে রাশিয়া।


এদিকে কিয়েভ দখল করতে ব্যর্থ হওয়ার পর এখন মস্কোর দাবি, তাদের পরিকল্পনা দোনবাস নিয়ন্ত্রণে নেওয়া। কিন্তু এর মধ্যে রাশিয়া ইউক্রেনের এমন এমন এলাকায় হামলা চালাচ্ছে যেসব অঞ্চল মূল যুদ্ধক্ষেত্র থেকে অনেকটাই দূরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও