সংকট সামলাতে কয়লা বিদ্যুতের দিকে তাকিয়ে সরকার

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ০৮:৫৪

সংকট সামাল দিতে কয়লা চালিত বিদ্যুৎকে প্রাধান্য দিচ্ছে সরকার। দেশের বড় দুই বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি ভারতের আদানি থেকে বিদ্যুৎ পেলেই বৈশ্বিক জ্বালানি সংকট থেকে দেশ বেরিয়ে আসবে বলে মনে করছে বিদ্যুৎ বিভাগ।


সূত্রগুলো বলছে, দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র পায়রার ১৩২০ মেগাওয়াটের বিদ্যুৎ এখনও ঢাকায় আনা সম্ভব হচ্ছে না। চলতি বছরের শেষ নাগাদ এই বিদ্যুৎ আনার জন্য সঞ্চালন লাইনের কাজ শেষ হবে। এছাড়া এরমধ্যে চালু হতে যাচ্ছে রামপাল বিদ্যুৎকেন্দ্র। এই কেন্দ্র থেকেও ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। তবে এখন চালু হচ্ছে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট। এছাড়া ভারতের আদানি পাওয়ার কোম্পানির বিদ্যুৎকেন্দ্র থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। কেন্দ্রটি চালু হওয়ার অপেক্ষায় রয়েছে।


সম্প্রতি বিশ্ববাজারে জ্বালানির অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সরকার সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে। এজন্য ডিজেল চালিত বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংকট সামাল দিতে শিডিউল লোডশেডিং করছে বিতরণ কোম্পানিগুলো। সাধারণ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছে সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও